মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে পরিবেশদূষণ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মিছিল করেছে এলাকাবাসী। ওই ইউনিয়নের বেতিলা গ্রামে স্থাপিত কাগজের বোর্ড তৈরির তিনটি কারখানার বর্জ্যে পরিবেশ দূষিত হচ্ছে। জানা গেছে, প্রায় ১০ বছর আগে বেতিলা গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় আমিনুল ইসলাম, আবদুস সাত্তার ও শাহিনুর ইসলাম কারখানাগুলো গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে এসব কারখানায় বর্জ্য শোধনাগার নির্মাণ করা হয়নি। কর্তৃপক্ষ কারখানাগুলোর বর্জ্য উন্মুক্ত স্থান ও পানিতে ফেলছে। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ...

